মার্কস কুইজ কার্নিভাল

প্রোগ্রাম বিষয়ে

আবারও শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা মার্কস কুইজ কার্নিভাল। ঘরবন্দী এই সময়ে জানার জানালা উন্মুক্ত রাখতে এবং জ্ঞানের চর্চাকে আরও গতিশীল করতে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার-এর এই বিশেষ আয়োজন।

২২ আগস্ট থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। সাধারণ জ্ঞান বিষয়ক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নাও একজন বুদ্ধিদীপ্ত চৌকসের স্বীকৃতি এবং আকর্ষণীয় পুরস্কার। বিজয়ীদের শিক্ষা প্রতিষ্ঠানও পাবে বিশেষ উপহার।

প্রতিযোগিতায় নিম্নোক্ত বিষয় থেকে প্রশ্ন করা হবেঃ

  • বাংলাদেশ বিষয়কঃ

    - সাম্প্রতিক বাংলাদেশ

    - শিল্প, সাহিত্য ও সংস্কৃতি

    - ভূগোল

    - ইতিহাস ও ঐতিহ্য

    - মুক্তিযুদ্ধ

  • বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়কঃ

    - বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

    - খেলাধুলা

    - অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি/বুদ্ধিমত্তা

image
image
মার্কস কুইজ কার্নিভাল

বিস্তারিত

০১
এই প্রতিযোগিতা হবে দুটি বিভাগে।

"ক" বিভাগ – সপ্তম থেকে নবম শ্রেণি/ সমমানের সকল শিক্ষার্থী

"খ" বিভাগ - দশম থেকে দ্বাদশ শ্রেণি/ সমমানের সকল শিক্ষার্থী

০২
অংশগ্রহণ - সমগ্র বাংলাদেশ

দেশের যেকোনো প্রান্ত থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

০৩
এসএসসি ও এইচএসসির অপেক্ষমান পরীক্ষার্থীরা “খ” বিভাগের অধীনে অংশ নিতে পারবে।
০৪
মার্কস কুইজ কার্নিভালের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
০৫
বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য রয়েছে উপহার।

১ম পুরস্কার– ল্যাপটপ

২য় পুরস্কার- ডেস্কটপ

৩য় পুরস্কার- ট্যাব

ফাইনালে উত্তীর্ণদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি পাবে পঁচিশ হাজার টাকার বই।

০৬
মার্কস কুইজ কার্নিভাল আয়োজনের সাথে সংশ্লিষ্টদের পরিবারের কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
০৭
একটি মোবাইল নম্বর থেকে একাধিক রেজিস্ট্রেশন করা যাবে না।
০৮
প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
০৯
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করো আমাদের কল সেন্টার নম্বরে।

09612222444 (সকাল ১০ টা থেকে রাত ৮ টা)

image
image
image

প্রাথমিক বাছাই পর্ব (এম সি কিউ পরীক্ষা)

নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে মার্কস কুইজ কার্নিভাল ওয়েবসাইটে লগইন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ৩০টি করে প্রশ্নের জন্য সময় পাবে ১৫ মিনিট। সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে বিজয়ী বাছাই করা হবে। প্রাপ্ত নম্বর একই হলে দ্রুততম সময়ে উত্তর দেয়া বিবেচনা করা হবে।

  • ১ম পর্যায়
  • ২য় পর্যায়

ফেসবুক লাইভ রাউন্ড

প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণরা নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করে স্ট্রিম ইয়ার্ড লাইভের মাধ্যমে এই পর্বে অংশগ্রহণ করবে। প্রতিযোগীরা তাদের ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, ট্যাব ইত্যাদির মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে।

  • প্রথম পর্ব
  • সেমিফাইনাল পর্ব
  • ফাইনাল পর্ব